ফরিদপুর প্রতিনিধি ।
দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর মহানগর যুবদল। আজ বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে ও আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আলী আকবর চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক দিদারুল মাহমুদ খান টিটু, সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম নাহিদ ।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ফরিদপুর মহানগর যুবদলের আয়োজনে বিভাগীয় এ সমাবেশে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু বলেন, রাতের আধারে ভোট চোরের সরকারের কাছে কোন মানুষই নিরাপদ নয়। আজ এই ফ্যাসিবাদী জুলুম সরকারের আমলে মানুষ এখন খাবারের জন্য হাহাকার করছে।একজন মধ্যবিত্ত পরিবার আজ মুখে মাস্ক পরে টিসিবির পন্য কিনতে লাইনে দাড়ায়। অথচ এই জালিম সরকারের মন্ত্রীরা বলেন দেশ নাকি উন্নতির চরম শিখরে পৌছেছে। আর বর্তমানে বাংলাদেশের মানুষ দূর্ভিক্ষ দেখছে। তাই দেশের সাধারন মানুষের মুখে হাসি ফোটাতে ও ভোটের অধিকার ফিরাতে এই জুলুম ফ্যাসিবাদী সৈরাচারী সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর আহ্বান জানান।
Very good information thanks so much!