সোহাগ জামান,ফরিদপুর।।
নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরে কৃষিবিদ দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। পরে কৃষিবিদ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ হজরত আলীর সভাপতিত্বে ও হাসিবুল হাসানের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ নুরুল্লাহ্ মোহাম্মদ আহসান, বিএডিসির যুগ্ন পরিচালক(সার) মোঃ কামাল উদ্দিন, বিএডিসির সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর মোঃ আলী হোসেন, বিএডিসির উপ-পরিচালক শফিকুল ইসলাম খান, জেলা মৎস অফিসার মনিরুল ইসলাম, বিজন কুমার নন্দিসহ জেলা ও উপজেলার সকল কৃষিবিদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা বলেন ১৯৭৩ সালের আগ পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয় হতে পাশ করার পরে কোন কৃষিবিদ প্রথম শ্রেনীর পদমর্যাদায় চাকুরী করার সুযোগ পেতো না। কিন্তু ১৯৭৩ সালের ১৩ই ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সকল কৃষিবিদদের প্রথম শ্রেনীর পদ মর্যাদা প্রদান করেন। তার পর থেকেই আজকের এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করা হয়।
এসময় অতিথিরা আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের যে মর্যাদা প্রদান করেছেন তার সুনাম অক্ষুণ্ণ রাখতে দেশের কৃষি খাতকে উন্নতির চরম শিখরে পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি।
আলোচনা সভা শেষে করোনা মোকাবেলায় ফরিদপুর শহরের গুরুত্বপূর্ন এলাকায় মাক্স বিতরন করা হয়।
Благодарствую тому, кто выступает за мир наперекор войны. Это на данный момент, более чем, весьма самое главное.