ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে ওসমান খান ফাউন্ডেশন এর উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১লা আগষ্ট থেকে শুরু হওয়া ২দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ফ্রি অনলাইন রেজিষ্ট্রেশন সেবা কার্যক্রম আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ফ্রি রেজিষ্ট্রেশন সেবার উদ্বোধন ও সার্বিক সহযোগীতা করেন ওসমান খান ফাউন্ডেশন এর সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ খান প্রিন্স। দুইদিন ব্যাপী এই রেজিষ্ট্রেশন কার্যক্রমে ৪১৫ জন সেবাগ্রহীতা সম্পুর্ণ বিনামূল্যে রেজিষ্ট্রেশন করেন। এদের মধ্যে পুরুষ ১৭৮ জন এবং মহিলা ২৩৭ জনের রেজিষ্ট্রেশন সম্পূর্ন করা হয় । রেজিষ্ট্রেশন কার্যক্রমে ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করেন মেহেদী বিপু, নোমান, তানভীর, পাভেল, হাসিব, আবিদ, অন্তর ও রিফাত প্রমুখ।
❤️ Katie is interested in your profile! Click Here: http://inx.lv/jUZE?h=b09b77d1409219015e79bd01094800d7- ❤️
❤️ Janis want to meet you! Click Here: http://inx.lv/j99G ❤️
накрутка